দিনহাটা শহরের প্রতিমা বিসর্জনের রথবাড়ি ঘাট পরিদর্শনে পৌরসভা কর্তৃপক্ষ। রথবাড়ি বিসর্জন ঘাট পরিদর্শনে যান পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী ও পৌরসভার এক আধিকারিক। দিনহাটা পৌরসভার চেয়ারম্যান বলেন সাত দিন ধরে প্রতিমা বিসর্জন করা হয় রথবাড়ি ঘাটে।এই ঘাট তৈরির কাজ চলছে, এর পাশাপাশি গোসানি রোড কৃষিফার্মের মাঠ থেকে শুরু করে রাস্তার ধারের বড়ো ছোট গাছের ডালপালা কেটে পরিস্কার করা হয়েছে, রাস্তায় যেখানে যেখানে খানাখন্দ রয়েছে তা তিন চার দিনের মধ্যে ঠিক করা হবে বলেও বলেন তিনি। এছাড়াও বিসর্জনের ঘাটে লাইট, প্যান্ডেল, সিসি ক্যামেরার ও অ্যাম্বুলেন্স সঙ্গে মেডিকেল টিমের ব্যাবস্থা থাকছে বলে তিনি বলেন। আগামী ২৪ অক্টোবর তারিখে প্রথম বিসর্জন শুরু হবে এবং আগামী ২৫ অক্টোবর কার্নিভালের ১৫ টি বিগ বাজেট পুজো কমিটির প্রতিমা বিসর্জন করা হবে। তিনি আরও বলেন সকল ব্যাবস্থার জন্য পৌরসভার আধিকারিক ও পৌরসভার কর্মীরা ইতিমধ্যে কাজে লেগে পড়েছেন, সবমিলিয়ে একটি সুন্দর পরিবেশ তৈরি করা হবে বিসর্জনের ঘাট চত্বরে।
Related Posts
সৌলমারি দোলন চা বাগানে বিক্ষোভ ও মিছিল
মাথাভাঙ্গা ২ নং ব্লক এর অন্তর্গত শোলমারী দোলন চা বাগানে ২০% বোনাসের দাবিতে তৃণমূল শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি,সিপিআইএমের ও সিআইটিইউর শ্রমিক যৌথ উদ্যোগে এদিন দোলন চা বাগানের অফিসের গেটের সামনে মিছিল করেন।দোলন চা বাগানের শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসির সম্পাদক দীনেশ বর্মন এবং…
ডাকাতির ছক কষার আগেই গ্রেফতার ডাকাত দল
ডাকাতির ছক কষার আগেই সিঙ্গিমারীতে গ্রেফতার ডাকাত দল,উদ্ধার আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা। ঘটনার বিবরণে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিতাই সাগরদিঘী ব্রিজের কাছে সিঙ্গীমারী নদীর চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জনের একটি…
গ্রাম পঞ্চায়েত দপ্তরে মহিলা সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের বারকোদালী -২ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে উদ্ধার এক অস্থায়ী মহিলা কর্মীর ঝুলন্ত দেহ ।এদিন পঞ্চায়েত কার্যালয়ের দরজা খুলতে গিয়ে ওই মহিলা কর্মীর ঝুলন্ত দেহ দেখতে পান কর্মীরা। গ্রাম পঞ্চায়েত দপ্তরে ঝুলন্ত দেহ উদ্ধারের খবর…