একাধিক মামলায় গতি আনতে রাজ্যে আসছে একশোর বেশি সিবিআই

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ সিবিআই-এর। গত ২ বছরে একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ভোট পরবর্তী হিংসা মামলা থেকে শুরু করে বগটুই গণহত্যা, সব ক্ষেত্রেই তদন্ত করছে কেন্দ্রীয় এই সংস্থা। এছাড়াও রয়েছে নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা।

স্বাভাবিকভাবেই এতগুলি মামলার তদন্ত একসঙ্গে করতে হিমশিম খেতে হচ্ছে আধিকারিকদের। আদালতেও তদন্তের অগ্রগতি নিয়ে বারবার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআই-কে। এবার এরাজ্যে তদন্তগুলির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল সিবিআই।

রাজ্যের বকেয়া মামলার তদন্তে গতি আনার উদ্দেশেই ভিন রাজ্য থেকে বাংলায় ডেপুটেশনে পাঠানো হবে ১০০-র উপর উচ্চপদস্থ সিবিআই আধিকারিককে। সিবিআই-এর হাতে এই মুহূর্তে যে সব মামলা রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হল এসএসসি ও প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা, গরু পাচার ও কয়লা পাচার মামলা, বগটুই কাণ্ড, ভোট পরবর্তী হিংসা মামলা।