বিহারে বিষ মদ খেয়ে মৃত্যু, সংখ্যা ১১ জনের বেশি

নিষিদ্ধ হলেও চলছে কারবার। আবার একবার মদের কারণে প্রাণ হারালো একাধিক। ‘ড্রাই স্টেট’। মদ নিষিদ্ধ এই রাজ্যে। কিন্তু বিহারেই বিষ মদ খেয়ে মৃত্যু হল একাধিক মানুষের। পাশাপাশি এও জানা গিয়েছে, অনেকের দৃষ্টি শক্তি চলে গিয়েছে!

এখন অনেক মানুষ আবার হাসপাতালে ভর্তি আশঙ্কাজনক অবস্থায়। ইতিমধ্যেই এই ঘটনায় ৫ জন মদের কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় প্রশ্নের মুখে নীতীশ কুমারের প্রশাসন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে খবর, বিহারের সারন জেলায় বিষাক্ত মদ খেয়ে এখনও অবধি মৃত্যু হয়েছে ১১ জনের। আশঙ্কাজনক ১২ জন। এমনকি দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকে। বিষ মদ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে যায়। সেখান থেকে অসুস্থদের প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে গুরুতর অসুস্থদের পাটনার পিএমসিএইচ হাসপাতাল তবে চিকিৎসা চলাকালীন ৯ জনের মৃত্যু হয়। আরও অনেকেই অসুস্থ হয়ে চিকিৎসাধীন। জানা গিয়েছে, একটি হিন্দু রীতি অনুযায়ী শ্রাবণ মাসে নির্দিষ্ট তিথিতে স্থানীয়রা মদ পান করে থাকেন। সেই মদই ছিল বিষ মদ।

অনুমান, সেই মদ পান করেই এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। স্থানীয় থানার পুলিশ আধিকারিককে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে বলে খবর। উল্লেখ্য, ২০১৬ সালের এপ্রিল মাসে রাজ্য মদ নিষিদ্ধ করে নীতীশ কুমার সরকার। কিন্তু তলে তলে যে মদ কারবার এতদিন ধরে চলছেই তা পরিষ্কার হয়ে গেল।