রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতি, একের পর এক উদ্ধার হয়েছে কয়েক কোটি কোটি টাকা। এই পরিস্থিতিতে হাওড়ার শিবপুরে ব্যবসায়ীর বাড়িতে রীতিমতো যকের ধনের সন্ধান মিলল। কোটি টাকার সেঞ্চুরি পার হয়ে গিয়েছে! একাধিক অ্যাকাউন্টে কয়েক মাসের মধ্যেই ১০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে বলে জানা গিয়েছে।
গত রবিবার সকালে হাওড়া মন্দিরতলার অপ্রকাশ মুখার্জি লেনের বাসিন্দা শৈলেশ পাণ্ডে ও তাঁর ভাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বাণ্ডিল বাণ্ডিল টাকা উদ্ধার করে পুলিশ৷ দুই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ৮ কোটি ১৫ লক্ষ টাকা৷ এবার আরও টাকার সন্ধান মিলেছে।
হিসেব করে দেখা গিয়েছে, হাওড়ার ব্যবসায়ীর ১৭ টি অ্যাকাউন্ট থেকে ৫৭ কোটি টাকার লেনদেন হয়েছে। শুধু সেপ্টেম্বর মাসেই ৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে বলে তথ্য উঠে আসছে। সব মিলিয়ে গত কয়েক মাসের মধ্যেই ১৩৪ কোটি টাকার হদিশ মিলল। তবে এখনও পর্যন্ত ফেরার এই দুই ব্যবসায়ী পাণ্ডে ব্রাদার্স।
যদিও পুলিশ অনুমান করছে যে আরও টাকা উদ্ধার হতে পারে। উদ্ধার হয় প্রচুর পরিমাণে সোনা এবং হিরের গহনা। টাকা উদ্ধার হওয়ার সময়ে দেখা গিয়েছে একটি অভিযাত আবাসনে রাখা গাড়িতে ছিল ২ কোটি ২০ লক্ষ ৫০ হাজার টাকা সহ সোনা, রুপো এবং হিরের গহনা। পরে দু’টি ফ্ল্যাট এবং একটি আবাসন থেকে প্রায় নগদ ৬ কোটি টাকা উদ্ধার করা হয়।