বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শুধু রেশন দুর্নীতি নয়, বনমন্ত্রী হওয়ার পর বন ‘চুরি’র অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে!
মূর্তিতে জঙ্গল লাগোয়া এলাকায় একাধিক রিসর্টে নির্মাণ চলছে। নাগরাকাটায় জঙ্গলের পাশে কাঠের বাড়ি গড়ে তুলে শুরু হয়েছে বিলাসবহুল হোম স্টে। রাজা ভাতখাওয়ার জঙ্গলে ‘কোর’ এলাকায় শুরু হয়েছে নির্মাণ। গরুমারায় জঙ্গল ঘেঁষে হোটেলে মধ্যরাত পর্যন্ত ডিজে বাজিয়ে চলছে উৎসব।
এই সমস্ত অভিযোগ তুলে পরিবেশকর্মীরা প্রশ্ন তুলছেন, জঙ্গল লাগোয়া বা ‘কোর’ এলাকা ঘেঁষে হওয়া নির্মাণের ছাড়পত্র দেওয়া হল কীভাবে? এই নিয়ে পরিবেশপ্রেমী সংগঠন ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু বলেন, ‘দীর্ঘদিন ধরে জঙ্গল লাগোয়া এমনকী, জঙ্গলের জমিতে নির্মাণ কাজ চলছে। স্থানীয় রাজনৈতিক নেতা বাহুবলী, মাফিয়াদের দৌলতে এবং প্রশাসনিক ব্যর্থতায় জঙ্গলের জমি লুট হচ্ছে।’