সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। এই আবহে এবার রাজ্যে ৩৫৫ ধারা জারি করার আর্জি জানিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রীকে চিঠি লিখলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন বিজেপি সাংসদ। ক্যাপশনে লেখা, ‘পশ্চিমবঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব ৩৫৫ ধারা জারি করা উচিত। তাহলে পশ্চিমবঙ্গকে বাঁচানো সম্ভব’। এই পোস্টের সঙ্গে একটি চিঠির ছবিও শেয়ার করেছেন সৌমিত্র। কেন্দ্রীয় আইনমন্ত্রীকে সেই চিঠি দিয়েছেন তিনি।
লাগাতার সংবিধান লঙ্ঘন এবং বিনাশের কারণে কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা জারি করার আবেদন জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ। একইসঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।