রাজ্য পুলিশের তরফে তুলে নেওয়া হলো বিধায়ক মানিক ভট্টাচার্যের নিরাপত্তা

একবার দুবার নয় বেশ কয়েকবার ইডি-র তলব এড়িয়েছেন তিনি৷ বেশ কিছু দিন ধরেই বেপাত্তা ছিলেন তিনি৷ বন্ধ ছিল ফোনও৷ ইডি-র বারবার তলবেও সাড়া দেননি টেট দুর্নীতিতে অভিযুক্ত শাসক দলের বিধায়ক মানিক ভট্টাচার্য৷

এর পরেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে সিবিআই৷ আর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হতেই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ।

ফলে বিধায়ক হিসেবে আর রাজ্য পুলিশের কাছ থাকে প্রাপ্য নিরাপত্তা পাবেন না মানিক। রাজ্য পুলিশ সূত্রে এই নিরাপত্তা প্রত্যাহার করার বিষয়টি জানা গিয়েছে৷ বেশ কিছুদিন ধরেই ‘নিখোঁজ’ পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য৷

বুধবার কলকাতা হাই কর্টের আইনজীবীদের সেই তথ্য জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ এর পরেই মানিকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

যাতে মানিক কোনও ভাবেই দেশের বাইরে কিংবা রাজ্যের বাইরে যেতে না পারেন। সিবিআই লুক আউট নোটিস জারি করার ২৪ ঘণ্টার মধ্যেই বিধায়ক হিসেবে রাজ্য সরকার তাঁকে যে নিরাপত্তা দিত, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল।