রাজ্যে এসেই বড় দাবি মিঠুনের

এই মুহূর্তে রাজ্যে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। এই পরিস্থিতিতে রাজ্যের মহানগরীতে এলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শহরে পা রেখেই বুধবার কার্যত ‘বোমা’ ফাটিয়েছেন এই বিজেপি নেতা। দাবি করেছেন তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন ৩৮ জন তৃণমূল কংগ্রেস বিধায়ক।

এতে বঙ্গ রাজনীতিতে তোলাপাড় শুরু হয়েছে আবার। তবে এর থেকেও হয়তো বড় দাবি তিনি করেছেন বাংলার ভোট নিয়ে। মিঠুনের বক্তব্য, কালকেই যদি ভোট হয় স্বচ্ছভাবে, তাহলে বিজেপি জিতবে! এই প্রসঙ্গে মহারাষ্ট্র ইস্যুর কথাও টেনেছেন তিনি। তাহলে কি বাংলাতেও বিজেপি টাকার খেলা খেলবে, উঠে গিয়েছে প্রশ্ন।

হেস্টিংসে বিজেপির দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন এদিন বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখেছেন মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা সরকার হয়ে গিয়েছে। বাংলাতে তা হবে না কেন? প্রশ্ন তাঁর। এই সঙ্গেই মিঠুনের বড় দাবি, স্বচ্ছতার সঙ্গে ভোট হলে বাংলায় বিজেপিই জিতবে।

পাশাপাশি তিনি এও দাবি করেন, ৩৮ জন তৃণমূল কংগ্রেস বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। এদের মধ্যে ২১ জন নাকি সরাসরি যোগাযোগ রেখেছেন। যদিও তাঁর এই বক্তব্যকে সেইভাবে এখনও ‘সমর্থন’ করেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব।

কয়েক সপ্তাহে আগেই কলকাতায় এসে বৈঠক করেছিলেন মিঠুন চক্রবর্তী। তখন জানিয়েছিলেন, দলীয় আদেশ মেনে তিনি এসেছেন। রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর কিছু বিষয় নিয়ে আলোচনাও হয়েছে বলে জানান অভিনেতা, কিন্তু কী কী বিষয়ে নিয়ে চর্চা হল তা তিনি জানাতে চাননি। তবে এটুকু জানান, দল তাঁকে কাজ দিয়েছে। তিনি সেই নির্দেশ মেনেই কাজ করবেন। সেই সময় অবশ্য এমন কোনও দাবি তিনি করেননি তৃণমূল বিধায়কদের নিয়ে। তবে বুধবার যা বললেন তাতে শোরগোল যে পড়ে গিয়েছে।