রাতের অন্ধকারে শ্রীকৃষ্ণের মূর্তি পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

শ্রীচৈতন্যের জন্মভূমি নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপে রাতের অন্ধকারে কে বা কারা পুড়িয়ে দিলো শ্রীকৃষ্ণের একটি মূর্তি? এই ঘটনা জুড়ে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে গভীর রাতে নবদ্বীপ পৌরসভার আট নম্বর ওয়ার্ডে। এই ঘটনার খবর পেয়েই এদিন সকালে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানতে পারা যায়, গতকাল গভীর রাতে সদ্য সংস্কারের কাজ শেষ হওয়া রানী রাসমনির স্মৃতি বিজড়িত রানীর ঘাটে রাণী রাসমনির মূর্তির পাশাপাশি শ্রীকৃষ্ণের একটি মূর্তিও বসানো হয়েছিল হেরিটেজ কমিটির পক্ষ থেকে। সেই শ্রীকৃষ্ণের মূর্তিটিকে গতকাল রাতের অন্ধকারে কে বা কারা পুড়িয়ে দেওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মিহির কান্তি পাল বলেন, আমাদের এখানে একটা শ্রীকৃষ্ণের মডেল ছিল, রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দিয়েছে। তবে পুলিশ এসেছে, এর তদন্ত করুক এবং যে করেছে তাঁর যেনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়।