ভুয়ো শ্রমিক দেখিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ, মানঝা চাবাগানে

চাবাগানের মজুরি জালিয়াতি, ভুয়ো শ্রমিকদের নাম মাস্টার রোলে বসিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল নকশালবাড়ি মানঝা চাবাগানের ২ কর্মীর বিরুদ্ধে। গোটা ঘটনায় নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করল বাগান কর্তৃপক্ষ। অভিযোগ মানঝা চাবাগানের ২ সাব স্টাফ রোশন তির্কি ও বিনোদ খালকো নিজেদের পরিবারের সদস্যদের নাম মাস্টার রোলে বসিয়ে ২০২১-২২ থেকে বাগান কর্তৃপক্ষের টাকা জালিয়াতি করত। ঘটনা প্রকাশ্য আসতেই বাগানের সিনিয়র ম্যানেজারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন সিনিয়র ম্যানেজার ধন্নারাম চৌধুরী।

বাগানের সিনিয়র ম্যানেজার জানান, এই দুইজন বাগানের কর্মী নিজেদের পরিবারের সদস্যদের নাম এমনকি ২ শিক্ষার্থী, মা, স্ত্রী সহ বেশকিছুর নাম বসিয়ে এই টাকা নয়ছয় করা করত। চাবাগানের পরিস্থিতি ভালো নেই তার ওপর এই ধরনের ঘটনা ঘটলে শ্রমিকদের আঘাত আসবে। গোটা ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি জানান তিনি। ঘটনার পর অভিযুক্তরা কোনো মন্তব্য করেননি। অন্যদিকে দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীন প্রকাশ টেলিফোনে জানান, থানা নিজের মত করে তদন্ত করছে। এটা কোম্পানির সঙ্গে কর্মীর মধ্যে জালিয়াতি ঘটনা।