পুজোর সময়ে বাড়তি পরিষেবা দেওয়ায় বড় লক্ষীলাভ মেট্রোর

চলতি বছরের পুজো শুরু আগেই মেট্রোর তরফে ঘোষণা করা হয়েছিল যে বাড়তি সময় ধরে পরিষেবা দেওয়া হবে তাদের তরফে। উৎসবের দিনগুলিতে যদি মেট্রো না চলে তাহলে তো অর্ধেকের পুজো দেখাই মনে হয় বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু তেমনটা কোনওবারেই হয় না কারণ উৎসবের দিনগুলিতে প্রায় সারা রাত চলে মেট্রো। তাতে যাত্রীদের যেমন সুবিধা, তেমনই বড় লক্ষ্মীলাভ হয় মেট্রো কর্তৃপক্ষের।

আজ মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পঞ্চমী থেকে বুধবার, বিজয়া দশমী পর্যন্ত মেট্রো রেল তাদের দুটি করিডর দিয়ে চলাচলকারী ট্রেনে ৩৯ লক্ষের বেশি যাত্রী বহন করেছে। এই ৬ দিন উত্তর-দক্ষিণ করিডরের বিভিন্ন স্টেশনে ৩৭ লক্ষ ৪১ হাজার ৩৬১ জন এবং ইস্ট-ওয়েস্ট করিডরে ১ লক্ষ ৭৯ হাজার ৪২৮ জন যাত্রী ট্রেনে ওঠা নামা করেছে বলে দাবি তাদের।

জানা গিয়েছে, এইরূপ যাত্রী পরিষেবার ফলে টিকিট বিক্রি থেকে রেলের মোট ৬ কোটি ০৬ লক্ষ ৯৪ হাজার টাকা আয় হয়েছে। আগেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, সপ্তমী, অষ্টমী এবং নবমীতে সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি মেট্রো চলাচল করবে।