রাত এগারোটা অবধি মিলবে মেট্রো পরিষেবা

কলকাতায় মেট্রো পরিষেবা রাত দশটার পরে এতদিন পাওয়া যেত না। ফলে যাদের বাড়ি ফিরতে রাত হয়। তাদেরকে অন্য পথ বেছে নিতে হত। আর যাদের বাড়ি ফেরার একমাত্র রূট মেট্রো, তাদেরকে পড়তে হতো ঝামেলার মধ্যে। ফলে নিত্যযাত্রীদের এই ভোগান্তির কথা মাথায় রেখে মেট্রো পরিষেবার সময়সীমা বৃদ্ধি করা হল।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আজ একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেই ভিডিওতে তিনি বলেন। ব্লু লাইনে ২৪ তারিখ থেকে রাতে বিশেষ মেট্রো পরিষেবা চালু করা হবে। সোমবার থেকে শুক্রবার আপ ও ডাউনে পরিষেবা মিলবে। রাত ১১টায় কবি সুভাষ ও দমদম থেকে মেট্রো পাওয়া যাবে। সমস্ত স্টেশনেই ট্রেন থামবে। প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার এই সময় খোলা থাকবে। তবে এই পরিষেবা চালু করা হবে পরীক্ষামূলকভাবে। তবে যাত্রী চাহিদা অনুযায়ী বাড়ানো হবে মেট্রো।