মেরা দেশ মেরা মাটি কর্মসূচি পালিত হলো মেখলিগঞ্জে।শুক্রবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা গ্রামপঞ্চায়েতের চৌরঙ্গীতে ১৬৯ ব্যাটেলিয়ন বিএসএফের পক্ষথেকে এই কর্মসূচি পালন করা হয়। আগামী ৯ই অগাস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মনকি বাত অনুষ্ঠানে এই কর্মসূচির কথা ঘোষণা করেন।তিনি জানান দেশের স্বাধীনতা সংগ্রামী এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি। সেই মতো মেখলিগঞ্জের চৌরঙ্গীতে ১৬৯ ব্যাটেলিয়ন বিএসএফের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।এই বিষয়ে ১৬৯ ব্যাটেলিয়ন বি এস এফের ইন্সপেক্টর জোতির্ময় দাস জানান সীমান্তবর্তী প্রত্যেকটি গ্রাম থেকে এই মাটি সংগ্রহ করা হচ্ছে পরবর্তীতে সেই মাটি দিল্লিতে পাঠানো হবে।
Related Posts
ডাকাতির ছক কষার আগেই গোসানিমারিতে ধৃত ডাকাত দল
ডাকাতির ছক কষার আগেই গোসানীমারী শাল বাগানে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। শনিবার দুপুর একটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য এমনটাই জানান। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে আনুমানিক দশটা নাগাদ গোপন সূত্রের…
গ্রাম পঞ্চায়েত দপ্তরে মহিলা সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের বারকোদালী -২ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে উদ্ধার এক অস্থায়ী মহিলা কর্মীর ঝুলন্ত দেহ ।এদিন পঞ্চায়েত কার্যালয়ের দরজা খুলতে গিয়ে ওই মহিলা কর্মীর ঝুলন্ত দেহ দেখতে পান কর্মীরা। গ্রাম পঞ্চায়েত দপ্তরে ঝুলন্ত দেহ উদ্ধারের খবর…
তুফানগঞ্জ শহরের দোলমেলার মাঠে শুরু হল পরিবেশ বান্ধব বাজি মেলা
পৌরসভার উদ্যোগে তুফানগঞ্জ শহরের ৫ নং ওয়ার্ডের দোলমেলা মাঠে শুরু হল পরিবেশ বান্ধব বাজি মেলা। বুধবার দুপুরে ওই পরিবেশ বান্ধব বাজি মেলার উদ্বোধন করেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপার্সন কৃষ্ণা ইশোর। তিনি বলেন, মোট ছয়টি পরিবেশ বান্ধব বাজির স্টল রয়েছে এই মেলাতে।…