নিজের করা মামলা প্রত্যাহার করে নিলেন মেনকা

অসুস্থ মাকে দেখতে ব্যাঙ্কক যেতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর, আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার আজ সোমবার বিদেশ যাওয়ার এই আর্জি প্রত্যাহার করে নিলেন তিনি। মেনকার আইনজীবী জানান, ফের নতুন করে আবেদন করবেন তাঁর মক্কেল৷ বিচারপতি রাজাশেখর মান্থা নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছেন মেনকাকে।

এর আগে কলকাতা হাই কোর্টে অভিষেকের শ্যালিকা জানিয়েছিলেন, তাঁর মা অসুস্থ। পরিবারের বাকি সদস্যরা সকলেই ব্যাংককে আছেন৷ সেখানে যাওয়াটা তার পক্ষেও জরুরি৷ মাকে দেখতে ব্যাংককে যেতে চান। এই মর্মে আদালতে মামলাও করেন। মেনকার আবেদনের তীব্র বিরোধিতা করেন ইডি’র আইনজীবী ফিরোজ এডুলজি। তিনি জানান, মেনকা গম্ভীরের নামে লুকআউট নোটিস জারি করা হয়েছে৷ এমতাবস্থায় তাঁকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া উচিত হবে না৷

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর রাতে ব্যাঙ্কক যাওয়ার জন্য দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন মেনকা৷ সেই সময় তাঁকে ব্যাঙ্কক যেতে বাধা দেওয়া হয়৷ অভিযোগ, বিমানবন্দরে পৌঁছে পাসপোর্ট টিকিট কাউন্টারে জমা দিয়ে বোর্ডিং পাস নেওয়ার সময় তাঁকে বাধা দেন অভিভাসন দফতরের আধিকারিকরা৷ প্রায় আড়াই ঘণ্টা তাঁকে বিমানবন্দরে অভিবাসন দফতরের একটি ঘরে বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ৷ বাধ্য হয়ে সেদিন ফিরে আসেন মেনকা৷