বড় ঘোষণা মেয়রের

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার আগে থেকেই উন্নয়নের দিকে বিশেষ নজর থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আমলে বহু জনপ্রিয় স্থানের সৌন্দর্যায়ন হয়েছে। এবার যেমন বাগবাজারে সারদা মায়ের বাড়ির এলাকার সৌন্দর্যায়ন হতে চলেছে।

প্রত্যেক বছর দূরদূরান্ত থেকে বহু মানুষ এখানে ছুটে আসেন। এবার সেখানকারই ‘ভোলবদলে’র দায়িত্ব নিয়েছে কলকাতা কর্পোরেশন। মুখ খোলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানকার বস্তিবাসীদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে নতুন ফ্ল্যাট দেওয়া হবে।

জানা যাচ্ছে, সৌন্দর্যায়নের দ্বিতীয় ধাপে এই ফ্ল্যাট তৈরির কাজ হচ্ছে। সেই কাজ পরিদর্শন করতে যান ফিরহাদ। কাজ পরিদর্শনের পর কলকাতার মেয়র বলেন, আগামী বছর পুজোর আগেই দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হবে। ফলে শীঘ্রই বস্তিবাসীদের একাংশ নতুন ফ্ল্যাট পেয়ে যাবেন।