শহরের ডেঙ্গু পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে আরও স্বাভাবিক করার জোর কদমে চেষ্টা চলছে। শিলিগুড়ি পৌরসভার আট থেকে দশটি ওয়ার্ড রেলের আওতাভুক্ত, এই পরিস্থিতিতে রেল পুরোপুরি অসহযোগিতা করছে। ডেঙ্গু নিয়ে গতকাল পৌরসভার যে মিটিং ছিল সেই মিটিংয়েও তারা আসেনি। আজ রেলমন্ত্রী কে চিঠি দেওয়া হবে বলে জানান মেয়র গৌতম দেব।
এই সময় রেলের কাছ থেকে অসহযোগিতা কাম্য নয় বলে জানান মেয়র। পাশাপাশি শহরের মহানন্দা নদীর আশেপাশে যে ঘাটালগুলি রয়েছে সেই ঘাটালগুলিই ডেঙ্গু মশার আতর ঘর। গত পয়লা বৈশাখের পর তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাতে তারা রাজিও হয়েছিল। তবে এখনও তারা সরে যাননি। এবার পৌরসভার তরফ থেকে তাদের নোটিশ করা হবে। তারা যদি ঘাটালগুলি শহরের বাইরে না নিয়ে যান তাহলে পৌরসভার তরফে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজ শিলিগুড়ি পৌরসভার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ৫ নম্বর ওয়ার্ডের মৃত চারটি পরিবারের সাথে কথা বলেন এবং এলাকা পরিদর্শনের পর বৈঠক করেন ওয়ার্ড কমিটির এবং স্বাস্থ্য বিভাগের কর্মীদের সাথে।