শিলিগুড়ি পুরনিগমে মেয়র, ডেপুটি মেয়র সহ মেয়র পারিষদদের বসার নির্দিষ্ট ঘর থাকলেও কাউন্সিলরদের জন্য পুরনিগমে আলাদা করে কোনো ঘর নেই। ফলে পুরনিগমে কোনো কাজে এসে তাদের যত্রতত্র দাড়িয়ে বা বসে থাকতে হয় কিংবা সেসময় তারা কোনো মেয়র পারিষদের ঘরে বসতে বাধ্য হন। কাউন্সিলরদের এই সমস্যার দিক বিবেচনা করে কাউন্সিলদের জন্য বৈঠকখানার সূচনা করল শিলিগুড়ি পুরনিগম। পুরনিগমের কমিশনারের পুরোনো ঘরটিকে সংস্কার করে সেখানে এই ব্যবস্থা করা হয়। বুধবার কাউন্সিলরদেরয় এই বৈঠকখানার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব।
মেয়র গৌতম দেব জানান, বিগত দিনগুলোতে পুরনিগমের কোনো বোর্ড কাউন্সিলরদের ঘরের কথা চিন্তা করে নি। তার কথায়, শিলিগুড়ি পুরনিগমে এমন উদ্যোগ ইতিহাসে এই প্রথম। তিনি আরও জানান, এখানে বিভিন্ন ভাষার প্রতিদিনের সংবাদ পত্রিকা সহ টিভি ও ক্যারাম বোর্ডের ব্যবস্থা থাকবে। কাজের ফাঁকে কাউম্সিলররা একটু অবসর সময় কাটাতে পারেন। এই বৈঠকখানা শুধুমাত্র তৃণমূল কাউন্সিলররাই নয় সমস্ত দলের কাউন্সিলররাই ব্যবহার করতে পারবেন। স্থায়ী বৈঠকখানা হওয়ায় বেজায় খুশি কাউন্সিলরা। পুরনিগমের এমন উদ্যোগকে সাধুবাদ জানান সকলে।