চাকরি পেলো বেশ কিছু যুবক-যুবতী

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এর মধ্যে কোনও প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া হয়, কোনওটিতে আবার পাওয়া যায় মাসিক ভাতা।

এবার রাজ্য সরকারের এমনই একটি প্রকল্পে প্রশিক্ষণের পরে গোয়ায় চাকরির সুযোগ পেলেন ৩৭ জন ছাত্রছাত্রী। ২০১৬ সালে রাজ্যের কারিগরী শিক্ষা দফতরের তরফ থেকে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প শুরু হয়, কারিগরী প্রশিক্ষণ নিয়ে নিজ পায়ে দাঁড়াতে ইচ্ছুকদের কাজের উপযোগী করে তোলার লক্ষ্যে।

এবার সেই প্রকল্পের দ্বারাই বাঁকুড়া জেলার জয়পুর ব্লক অঞ্চলের ৩৭ জন যুবক যুবতী গোয়ায় চাকরি পেলেন। হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে কর্মসংস্থানের সুযোগ পেলেন তাঁরা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই যাবতীয় কাজ শেষ হয়েছে। কিছু সময়ের মধ্যেই গোয়ার ওই সংস্থায় জয়েন করবেন বাঁকুড়ার জয়পুরের ৩৭ জন ছাত্রছাত্রী।