বিক্ষোভের জেরে অসুস্থ অনেকে

চাকরি নিয়োগ নিয়ে দুর্নীতির কারণে বারবার অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগের কোনও শেষ নেই রাজ্যে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে ভুরিভুরি অভিযোগের প্রেক্ষিতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। গ্রুপ-সি থেকে শুরু করে গ্রুপ ডি সবেতেই দুর্নীতির অভিযোগ। এমনকি আশা কর্মী, পুলিশ নিয়োগের ক্ষেত্রেও আছে বহু প্রশ্ন। এসবের মাঝে এবার পিএসসি ভবনের সামনে ধুন্ধুমার কাণ্ড। কেন নিয়োগ হচ্ছে না, সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখালেন অনেকে।

এদিন রাজ্যের খাদ্য দফতরের শূন্যপদে নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভ দেখানো হয় পাবলিক সার্ভিস কমিশন অফিসের সামনে। রাস্তায় শুয়ে পড়ে ক্ষোভ প্রকাশ করেন চাকরিপ্রার্থীরা, হয় পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি। সেখানেই বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, বহুদিন ধরে নিয়োগ বন্ধ হয়ে রয়েছে। এখনও পর্যন্ত নিয়োগ শুরু হয়নি। আইনি জটিলতায় পড়তে হচ্ছে নিয়োগ নিয়ে। কেন নিয়োগ হবে না, সেই প্রশ্ন তোলেন তারা। এদিকে, প্রচণ্ড গরমে এই বিক্ষোভ দেখানোর সময়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও বেশ কয়েক জন আন্দোলনকারীকে লালবাজারে আটক করে নিয়েও যাওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে বিরাট পুলিশ বাহিনী আসে মুদিয়ালি এলাকার পিএসসি ভবনের সামনে।

নিয়োগ নিয়ে ঝামেলার মাঝেই আবার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। মোট ১১ হাজার ৫২১টি পদে স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে। শুধু চিকিৎসক বা নার্স পদেই নয়, নিয়োগ হবে মহামারি বিশেষজ্ঞ, করণিক, ল্যাব টেকনিশিয়ান, সাফাইকর্মী পদেও৷ নির্দেশিকায় আরও বলা হয়েছে, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্তরে ১ হাজার ৭১০ জন, শহরতলির হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে ৭ হাজার ৪৩৫ জন, শহরতলির পলিক্লিনিকে ২ হাজার ৩৭৬ জন কর্মী নিয়োগ করা হবে।