নিজ দায়িত্ব থেকে সরানো হল মানস ভুঁইঞাকে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সকল রাজনীতি দল অন্যদিকে সেই সময়ই নিজের মন্ত্রীপদ হারালেন মানস ভুঁইঞা। পরিবেশ দপ্তরের দায়িত্ব থেকে সরানো হল বর্ষীয়ান বিধায়ককে।

পরিবেশ দপ্তরের দায়িত্ব মানসের হাত থেকে নিজের হাতে নিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাখি, একই সাথে পরিবেশ দপ্তর ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রিত্ব ছিল মানস ভুঁইঞার হাতে। পরিবেশ দপ্তরের দায়িত্ব থেকে সরানোয় তার হাতে পড়ে রইল কেবল জলসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব।

নবান্ন তরফে এই রদবদলের কথা জানানো হয়েছে। মানসের হাত থেকে দায়িত্ব কমে হল ১। অন্যদিকে এবার পরিবেশ দপ্তরের দায়িত্বও তৃণমূল সুপ্রিমোর হাতে যাওয়ায় এনিয়ে তার হাতে রইল রাজ্যের মোট ৯ টি দপ্তর। স্বরাষ্ট্র, পুলিশ, পার্বত্য বিষয়ক, সংখ্যালঘু, ভূমি ও ভূমি রাজস্ব, উদ্বাস্তু-পুনর্বাসন ও পরিবেশ দপ্তর।