নমোকে চিঠি পাঠালেন মমতা

ফের একবার কেন্দ্র রাজ্যে বিবাদ। আইএএস ক্যাডার রুল সংশোধনে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। এটি হলে আমলাদের নিয়ন্ত্রণ চলে যাবে কেন্দ্রের হাতে। তাই এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠিতেই তিনি মনে করালেন যে নরেন্দ্র মোদী নিজে এক সময় মুখ্যমন্ত্রী ছিলেন, তাই তিনি হয়তো তাঁর কথা বুঝবেন।

আসলে কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব রাখছে তাতে সংশোধনীতে আইএএস অফিসারদের ডেপুটেশনে পাঠানোর একতরফা ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে, আর এটাতেই আপত্তি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ১৯৫৪ সালের আইএএস (ক্যাডার) আইন সংশোধনের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করে। দীর্ঘ দিন ধরে এই অফিসারদের পোস্টিং নিয়ে যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, তা গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হবে যদি এই নয়া নিয়ম কার্যকর হয়। তাঁর কথায়, এই বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্র এবং রাজ্য মিলিতভাবেই নেয়। তাই সেই প্রেক্ষিতে রাজ্যের ক্ষমতা আরও বাড়ানো উচিত বলেও মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিশেষজ্ঞদের এও মতামত যে, কেন্দ্র ডেপুটেশনে নেওয়ার সিদ্ধান্ত বজায় রাখলে সার্ভিস রুলের ৬(১) ধারা অনুযায়ী রাজ্যের কিছু করার নেই।

প্রসঙ্গত, গত বিধানসভা ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে। তারপরেই রাজ্যের তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে পাঠানো এবং তৎকালীন মুখ্যসচিন আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কর্মিবর্গ এবং প্রশিক্ষণ মন্ত্রকে নিয়োগের নির্দেশ দিয়ে কেন্দ্র সার্ভিস রুলের ওই নির্দিষ্ট ধারা প্রয়োগ করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে আলাপন বন্দ্যোপাধ্যায় নিজেই ইস্তফা দিয়েছিলেন। তবে এখনও এই বিষয় নিয়ে বিতর্ক বহাল রয়েছেই। মুখ্যমন্ত্রীর এই চিঠি এই ইস্যুর গুরুত্ব আরও বাড়িয়ে দিল।

Leave a Reply