বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ায় চলতি মাসের শেষের দিকেই দেশে হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন৷ পূর্বেই ঘোষণা হয়েছে তার দিনক্ষণ৷ এবার তার আগেই আগেই দিল্লীতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী৷ রাজধানীতে পা রেখেই এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসলেন মমতা৷ মনে করা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল নির্ধারণই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে চলেছে৷ পাওয়ারকে বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হতে পারে জোড় জল্পনা চলছে৷ সেই প্রেক্ষিতে মমতা-পাওয়ার বৈঠক নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷
গত বছর জুন মাসে দিল্লি গিয়ে শরদ পওয়ারের সঙ্গে দেখা করেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। এর পর থেকেই তাঁকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হতে পারে বলে জাতীয় রাজনীতির অলিন্দে জল্পনা দনা বাধে। যদিও সেই সময় জল্পনায় জল ঢেলে এনসিপি নেতা বলেছিলেন, ‘‘যখন একটা দলের (বিজেপি) কাছে তিনশোরও বেশি সাংসদ থাকে, সে ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের ফল কী হবে, তা স্পষ্ট।
আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী হব না।’’ ঘটনাচক্রে, তার ঠিক এক বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের মুখে প্রাক্কালে বিরোধী প্রার্থী হিসাবে ফের পওয়ারের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। নতুন করে এনসিপি সুপ্রিমোকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার দাবি তুলেছে বিরোধী শিবিরের একাংশ৷ গত বৃহস্পতিবার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গের সঙ্গে বৈঠক করেন শরদ পওয়ার। ওই বৈঠকেও আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা হয়েছে বলেই সূত্রের খবর।
এদিকে ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিজেপি- বিরোধী জোট বাঁধতে ‘সক্রিয়’ ভূমিকায় দেখা গিয়েছে এনসিপি প্রধানকে৷ তৃণমূল, আম আদমি পার্টি ও রাষ্ট্রীয় জনতা দলের মতো অবিজেপি আঞ্চলিক দলগুলির সঙ্গে আলোচনা সেরেছেন পাওয়ার৷ সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচনের আগে পাওয়ারের মতো শক্তিশালী নেতাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা নিয়েও ঐক্যমত প্রকাশ করেছে বিরোধী শিবিরের একাংশ৷