একটি নতুন প্রকল্পের ঘোষণা করল মমতা সরকার

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের পুরনো ঐতিহ্য। বিগত কয়েক বছরে কখনও দেখা গিয়েছে, কেন্দ্রকে নিশানা করছে রাজ্য, কখনও আবার রাজ্যেকে নিশানা করছে কেন্দ্র।

২০২৪ ভোটের আগে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। অন্যদিকে আবার কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয়, হিসাব না দেওয়ার কারণেই হয়েছে। এই টানাপোড়েনের মাঝেই একটি নতুন প্রকল্পের ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। নাম হল কর্মশ্রী প্রকল্প।

ইতিমধ্যেই এই স্কিমের কাজ শুরু হয়ে গিয়েছে। এই স্কিমের জন্য গত ৭ জুন অবধি ৩৮,০০০ জব কার্ড বানানো হয়েছে। এছাড়া এই অর্থবর্ষে ৭৫ লাখ জন কার্ড তৈরি করার লক্ষ্য স্থির করা হয়েছে। এখান থেকে অন্তত সবাইকে ৫০ দিনের কাজ প্রদান করবে রাজ্য সরকার। মনে করা হচ্ছে, বাংলার জব কার্ড হোল্ডাররা অন্তত ১২,৫০০ টাকা করে পাবেন।