পঞ্চায়েত নির্বাচনে মালতি রাভা রায়কে খুজে পাওয়া যাবেনা কটাক্ষ রবীন্দ্রনাথ ঘোষের।ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ৮ই জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরের দিনেই অর্থাৎ ৯ ই জুন থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা। কর্মীদের মনবল চাঙ্গা করতে তুফানগঞ্জে আসেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তুফানগঞ্জে এসে কর্মীদের নিয়ে একটি কর্মী বৈঠক করেন রবীন্দ্রনাথ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক মালতি রাভা রায়কে খুঁজে পাওয়া যাবে না। এবং তিনি মালতী রাভা রায়কে ভোট পাখি বলে কটাক্ষ করেন, ভোটে জিতে বিধায়ক হয়েছেন। জেতার পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি পঞ্চায়েত ভোট এসেছে তাই মানুষের কাছে ভোট চাইতে আবার তার দেখা মিলেছে।
যদিও এ বিষয়ে পাল্টা রবীন্দ্রনাথ ঘোষ কে কটাক্ষ করতে ছাড়েনি মালতী রাভা রায় তিনি বলেন, কে ভোট পাখি আর কাকে খুঁজে পাওয়া যাবে না, তা কোচবিহারের মানুষ ভালোভাবে জবাব দিয়েছে। কোচবিহারের মানুষ তাকে এমন ভাবে জবাব দিয়েছে তাকে বুঝিয়ে দিয়েছে যে সে কতটা গুরুত্বহীন মানুষ।