বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কয়লাকাণ্ডে ফের আইন মন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি। আগামী ২৬ জুন, সোমবার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আইনমন্ত্রীকে।
প্রসঙ্গত পূর্বে ১৯ জুন মন্ত্রীকে তলব করেছিল ইডি। তবে পঞ্চায়েত ভোটের জেরে বেজায় ব্যস্ত রয়েছেন বলে হাজিরা এড়িয়ে যান তিনি। সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে আরও কিছুটা সময় চেয়েছিলেন মন্ত্রী। কিন্তু, দিন চারেক যেতে না যেতেই ফের ইডির দুয়ারে ডাক পড়লো মলয়বাবুর। মন্ত্রীকে সময় দিতে নারাজ গোয়েন্দারা।
এরপর কী তবে সোজাসুজি গ্রেফতার? মন্ত্রীকে ঘিরে এখনও এই জল্পনাও তৈরী হচ্ছে। অন্যদিকে, কয়লাকাণ্ডে আগামী বৃহস্পতিবার, অনুপ মাজিকেও তলব করেছে ইডি। আগামী ২৯ জুন অনুপ মাজি ওরফে লালাকে নয়াদিল্লিতে তলব করেছেন ইডির অফিসাররা। যা নিয়ে রীতিমতো শোরগোল বঙ্গ জুড়ে।