নয়া রেপো রেট ঘোষণা করল রিজার্ভ ব্যাংক

সবে মাত্র শেষ হয়েছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোটের ফলাফল সামনে এসেছে। আগামী ৯ জুন মাসে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদী। তার আগে নয়া রেপো রেট ঘোষণা করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ৮ ত্রৈমাসিকেও অপরিবর্তিত রাখা হলো রেপো রেট। রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে অপরিবর্তিতই রাখা হলো রেপো রেট। শুক্রবার রিজার্ভ ব্যাংকের মানিটির পলিসি কমিটির বৈঠক করেন এবং বৈঠক শেষে তারা জানিয়েছেন যে, সুদের হার অপরিবর্তিত রাখা হবে ত্রৈমাসিকেও। ৬.৫ শতাংশ রেপো রেট থাকবে তিন মাসের জন্য।

শুক্রবার সকালে রিজার্ভ ব্যাংক জানিয়েছে সুদের হার বৃদ্ধি করা হয়নি রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে। স্বস্তিতে আমজনতা। রেপো রেট কিন্তু কমানো হয়নি। এই নিয়ে টানা ৮ ত্রৈমাসিকে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে অপরিবর্তিতই রাখা হলো রেপো রেট। গভর্নর শক্তিকান্ত দাস এই প্রসঙ্গে জানিয়েছেন ২০২২ সালের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা বর্তমানে কিছুটা কমেছে। আপাতত ৪ শতাংশের কাছাকাছি থাকবে মুদ্রাস্ফীতির হার। ফলে কিছুটা স্বস্তি মিলবে এর থেকে আম জনতার।