চলতি বছর প্রায় শেষের পথে, বাকি মাত্র আর একটাদিন। তারপরেই শুরু নতুন বছরের। তবে তার আগে নতুন বছরে নিয়োগের ঝুলি খুলল পশ্চিমবঙ্গ সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেল রাজ্যের পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় আনার বিল।
পাশাপাশি রাজ্য মন্ত্রিসভায় নতুন পদ সৃষ্টি, কর্মী নিয়োগ, কর্মী বদলি সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় আনার বিল অনুমোদন পেল। ফলে এই সকল কর্মীরা এবার থেকে ক্যাশলেস চিকিৎসা বিমার সুবিধা পাবেন।
প্রসঙ্গত, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে মোট ৩০ হাজার কর্মী রয়েছে। অবসরপ্রাপ্ত কর্মীর সংখ্যা ২০ হাজার। এবার থেকে এদের স্বাস্থ্যবিমার আওতায় আনা হল। এর পাশাপাশি এদিন একাধিক ক্ষেত্রে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।