বদলাচ্ছে কলেজে ভর্তির নিয়ম

বেশ কিছু বছর ধরে কলেজে ভর্তি প্রক্রিয়া হত অনলাইনে। শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই কলেজে ভর্তি হওয়া যেত। তবে এবার সরকার সেই পদ্ধতিতে বড়সড় বদল আনতে চলেছে। এবার থেকে নতুন পদ্ধতিতে হবে কলেজে ভর্তি। ভোটের রেজাল্ট এর পর্ব মিটলেই সেই বিজ্ঞপ্তি জারি করা হবে

শিক্ষার্থীরা যেই কলেজে ভর্তি হবে সেই সংশ্লিষ্ট কলেজটি যে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে এবার থেকে সেই বিশ্ববিদ্যালয়ের বড় অবদান থাকবে। এবার থেকে আর কলেজে নয় পড়ুয়াদের আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ে। আবেদনের পর বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকা প্রকাশ হবে। এই তালিকার ওপর ভিত্তিতেই করেই ভর্তির প্রক্রিয়া হবে।

এক্ষেত্রেও ভর্তির প্রক্রিয়াটি হবে অনলাইনে। ফলে কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে যে রাজনৈতিক সমস্যা হয় রাজনৈতিক হস্তক্ষেপের, সেটি তুলনামূলকভাবে কমবে কিছুটা। কমবে তোলাবাজির সমস্যাও।