রাজ আমলের রীতি মেনে আজও পূজা হয় কোচবিহারের প্রায় ৪০০ বছর পুরনো রাজ পরিবারের মহালক্ষ্মীর। এক সময় কোচবিহারের রাজপ্রাসাদের এই মহালক্ষীর পূজো হলেও বর্তমানে এই মহালক্ষ্মী পুজো হয় কোচবিহার মদনমোহন মন্দিরে। কোজাগরী পূর্ণিমা তিথিতে একসময় রাজবাড়ীতেই মহালক্ষ্মীর পুজা হত। সয়ং মহারাজা ও রাজপরিবারের সদস্যরা অংশ নিতেন সেই পূজাতে। বর্তমানে এই পুজোর দায়িত্ব পালন করে কোচবিহার দেবত্রট্রাস্ট বোর্ড। রাজা বা রাজার রাজত্ব না থাকলেও সেই পুরনো নিয়ম মেনেই মহালক্ষ্মী পুজো আজও হয় ধুমধাম করেই। লক্ষ্মী পূজার দিন রাজ পরিবারের এই মহালক্ষ্মীর পাশাপাশি দেবরাজ ইন্দ্রের পুজো হয় মদনমোহন মন্দিরে। লক্ষ্মী পুজোর দিন পুজো দেখতে আজও ঢল নামে ভক্তদের। আর দশটি লক্ষ্মী পূজার সঙ্গে এই রাজ আমলের মহালক্ষ্মী পূজার অনেকটাই পার্থক্য রয়েছে। রাজ পরিবারের এই মহালক্ষ্মী পুজোয় রয়েছে বলি প্রথা। লক্ষ্মী পূজার দিন এই মহালক্ষ্মী পুজোতে জোড়া পায়রা নয়তো পাঠা বলি দেওয়ার রীতি রয়েছে এই রাজ আমলের পূজায়। সাধারণ লক্ষ্মী প্রতিমার সঙ্গে মহালক্ষ্মীর প্রতিমার অনেক পার্থক্য রয়েছে। এখানে মহালক্ষ্মীর বাহন হিসেবে প্যাঁচার পরিবর্তে থাকে হাতি । কোচবিহারের রাজ পুরহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, রাজ আমলের সমস্ত নিয়ম মেনেই এই মহালক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়। একসময় রাজবাড়ীতেই এই মহালক্ষ্মীর পূজা হতো। সেই সময় মহারাজা নিজেই এই পুজোয় অংশগ্রহণ করতো। বর্তমানে মদনমোহন মন্দিরে সেই রাজ আমলের রীতি মেনেই পুজো হয়। বহু ভক্ত লক্ষ্মী পুজোর দিন মহালক্ষীর পূজা করতে মদনমোহন মন্দিরে আসেন।
Related Posts
সামান্য বৃষ্টিতেই জল থৈ-থৈ কোচবিহার পৌর এলাকা! প্রশ্ন উঠছে পৌর পরিষেবা নিয়ে
সামান্য বৃষ্টিতেই জল থৈ-থৈ কোচবিহার জেলার প্রাণকেন্দ্র রাজবাড়ী থেকে শুরু করে ভবানীগঞ্জ বাজারে এলাকা। প্রশ্ন উঠছে পৌর পরিষেবা নিয়ে। একদিকে ফলাও করে বলা হচ্ছে প্রতিনিয়ত ভাল পরিসেবা দিতে উদ্যোগী হয়েছে কোচবিহার পৌরসভা,ঠিক তার পাশাপাশি সামান্য বৃষ্টিতেই জল থই থই শহর…
শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা,তালা ঝুলিয়ে বিক্ষোভ
শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা দিয়ে স্কুলের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নং ব্লকের চৌধূরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দের কুঠি হাই মাদ্রাসায়। ঘটনার বিবরণে জানা যায়, স্কুলের শিক্ষকরা নিয়মিত স্কুলে আসে না, স্কুলে আসলেও নির্দিষ্ট সময়ে…
প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত দিনহাটায়
প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হলো দিনহাটায়। রবিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে এই পরীক্ষা।দিনহাটার তিনটি ভেনুতে প্রায় চার’শ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এই…