ত্রিপুরা সফরের পূর্বে কুণালকে পাল্টা জবাব মহাগুরুর

বিতর্কের শিরোনামে রয়েছে প্রজাপতি। বিস্তর রাজনৈতিক তরজার মাঝে তিনি ছিলেন চুপ৷ প্রজাপতি বিতর্কে দেব মুখ খুললেও, প্রতিক্রিয়া জানাননি মিঠুন চক্রবর্তী৷ অবশেষে নীরবতা ভেঙে প্রজাপতি-বিতর্কে মুখ খুললেন মহাগুরু৷ নিজস্ব কায়দায় জানালেন, তাঁর টিআরপি কোনওদিনই কমানো যাবে না।

মিঠুন চক্রবর্তী বলেন, ‘‘আমার টিআরপি নামাতে চেয়েছিলিস। মরা অবধি পারবি না।” এদিন কুণাল ঘোষের বক্তব্য নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে। তৃণমূল মুখপাত্রের নাম শুনেই কার্যত দূরছাই ভঙ্গিতে মহাগুরু বলেন, “আমি এলি তেলিদের জবাব দিই না। ওসব গঙ্গারামদের কথায় জবাব দিতে নেই।” প্রসঙ্গত, ত্রিপুরায় সামনেই ভোট৷ তার আগে দলের হয়ে প্রচারে যাচ্ছেন বিজেপির এই তারকা প্রচারক৷

কুণালের এই বক্তব্যকে সমর্থন করেননি তৃণমূল সাংসদ তথা টলি তারকা দেব। বরং পাল্টা বলেছিলেন, কুণাল ঘোষ ছবি সম্পর্কে বোঝেন না। এরপরেও একাধিকবার মিঠুনের সমর্থনে সরব হয়েছেন দেব। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রজাপতি সিনেমার দৃশ্যের একটি ছবিও শেয়ার করেছিলেন তিনি। যেখানে দেখা যায়, মিঠুনকে হাত ধরে বার করে আনছেন দেব৷ ক্যাপসনে লেখেন, ‘এমনি’। তা নিয়েও কম চর্চা হয়নি। এবার প্রজাপতি নিয়ে সরব মিঠুন৷