মহা কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় একদিকে দুর্গাপুজো, অন্যদিকে আমরণ অনশনে বসেছেন ৭ জন জুনিয়র ডাক্তার। ধর্মতলায় চলছে তাঁদের অবস্থান। এবার সেখান থেকে বিরাট কর্মসূচির ঘোষণা করা হল।

ধর্মতলার অনশন মঞ্চ থেকে ঘোষণা করা হল, আগামীকাল সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মেডিক্যাল কলেজে প্রতীকী অনশন হবে। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরাও ১২ ঘণ্টার এই অনশন করবেন বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।

জুনিয়র চিকিৎসকরা একটি মহামিছিলেরও ডাক দিয়েছেন। বিকেল ৪টে থেকে কলেজ স্কোয়্যার থেকে মিছিল শুরু হবে। যাবে ধর্মতলার অনশন মঞ্চ অবধি। এই মহামিছিলে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি নাগরিক সমাজকেও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।