আজ থেকে শুরু হলো ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা, এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪

আজ থেকে শুরু হলো ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা। শিলিগুড়ির বিভিন্ন স্কুলগুলিতে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত হয়েছিলেন। প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে পর্ষদ। চলতি বছরে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪। কড়া নজরদারিতে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে সিসিটিভি এবং ভিডিয়োগ্রাফির ব্যবস্থা। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকছেন ৪০ হাজার পরীক্ষক, ৩৫ হাজারেও বেশি পরিদর্শক নিয়োগ করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি-র ব্যবস্থা করা হয়েছে।