আবারো রাজ্যে দেখা দিতে পারে নিন্মচাপ

রাজ্য জুড়ে বাড়ছে শীত, বইছে উত্তরের আবহাওয়া৷ রাত হলেই ঠাণ্ডা হাওয়ার দাপটে গায়ে হালকা কিছু জড়াতে হচ্ছে৷ ঠাণ্ডা থাকছে সকালেও৷ কিন্তু শীতের ইনিংস শুরু হওয়ার আগেই তাতে বাধ সাধল নিম্নচাপ৷ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে রাজ্যে শীতের আমেজ কমবে বলে জানাল হাওয়া অফিস। নিম্নচাপের জেরে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস৷ 

নিম্নচাপের জেরে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ফের বাড়বে৷ দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সপ্তাহান্তেই শুরু হবে বৃষ্টি৷ আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ক্রমশ তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। যার জেরে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ও পূবালি বাতাস দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে৷ এর ফলেই শীতের আমেজ ভেঙে বাড়বে তাপমাত্রা৷ 

মহানগরের তাপমাত্রা এদিন সামান্য বেড়ে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি৷ চলতি বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে৷ যার জেরে শীতও তাড়াতাড়ি পড়বে বলে মনে করা হচ্ছিল৷ কিন্তু বাধ সাধল নিম্নচাপ৷ নভেম্বর পড়তেই শীতের আমেজে মজেছিল বঙ্গবাসী৷ কিন্তু ফের বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণবঙ্গে।

পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামানের ওপরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। ১১ নভেম্বর এটি সুস্পষ্ট নিম্নচাপের পরিণত হবে। এর জেরে তামিলনাড়ুর উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এই সময়ে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতেও বৃষ্টিপাত হবে৷

Leave a Reply