কেন্দ্রের মতোই রাজ্যও হোম আইসোলেশনের নিয়মে বদল আনল

সম্প্রতি বেশ কিছুদিন আগেই করোনা সংক্রমণে আক্রান্তদের জন্য হোম আইনসোলেশনের নিয়মে বদল এনেছিল কেন্দ্র সরকার৷ এবার কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে হোম আইনসোলেশনের নিয়ম বদল করল রাজ্য স্বাস্থ্য দফতর৷ নয়া নির্দেশিকায় বলা হয়েছে, হোম আইনসোলেশন বা কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন মৃদু উপসর্গ থাকা করোনা রোগীদের রিপোর্ট পজেটিভ আসার পর সাত দিন আইসোলেশনে থাকতে হবে৷

এই সাতদিনের মধ্যে টানা তিনদিন জ্বর না এলে আইসোলেশন শেষ হয়ে যাবে৷ সাতদিন আইসোলেশন শেষ হওয়ার পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না৷ মৃদু উপসর্গ ছাড়া যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের অক্সিজেনের সাহায্য ছাড়া পর পর তিন দিন স্যাচুরেশনের মাত্রা ৯৩ শতাংশের বেশি হলে ৭ দিনের পর আর আইসোলেশনে থাকতে হবে না৷ তবে যে সকল করোনা আক্রান্ত রোগীর অক্সিজেনের সাহায্য প্রয়োজন, তাঁদের ক্ষেত্রে কবে আইসোলেশন শেষ হবে তা ঠিক করবেন সংশ্লিষ্ট চিকিৎসক৷ 

এদিকে, দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষের দোড়গোড়ায়৷ রবিবারের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ শতাংশ বেড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ৮০ হাজার৷ গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্ত হয়েছেন ৪০০-র বেশি মানুষ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪৬ জনের৷ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৭ লক্ষ ৭ হাজার ৭২৭ জন৷ 

Leave a Reply