গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে কলকাতা ও সংলগ্ন হাওড়া জেলায়। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে৷
ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত একটি অক্ষরেখার অবস্থানের জন্যেই এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এমনই স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানাচ্ছে, দুই জেলাতেই আগামী ২-৩ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আপাতত কলকাতা এবং হাওড়ার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে হাওয়া অফিস জানাচ্ছে, আগামিকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। বুধবার দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি ঘটবে৷