শুরু হয়েছে কষ্টের দিন, চরছে গরমের পারদ। মাঝে কটাদিন স্বস্তি হলেও আবার যেন পুড়ছে রাজ্য। গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস, মে মাসে ফের একবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। আজ ও আগামিকাল কয়েকটি জেলায় বৃষ্টি হবে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রিতে ঠেকেছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকবে।
উত্তরবঙ্গের পাঁচটি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার-এ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিনটি জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা-এ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় একেবারে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।