পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। নানান অভিনব উদ্যোগ নিয়ে কলকাতা অবশ্য শুধু রাজ্য নয়, দেশবাসীরও মন জয় করে নিয়েছে। এবার সেই শহরে আসতে চলছে গঙ্গা নদীর নীচে দিয়ে মেট্রো রেল। মেট্রো চলবে গঙ্গার নীচ দিয়ে।
চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ সব কিছু ভালো করে খুঁটিয়ে দেখে নিলেন। পরীক্ষা করার সময় প্রতি ঘন্টায় মেট্রো রেলের গতি উঠেছিল ৯১ কিলোমিটার। মেট্রোরেল কর্তৃপক্ষ কাজে কোনো ভুল চাইছে না বলেই বারংবার সব কিছু পর্যবেক্ষণ চলছে।
ঢোকার ও বেরনোর রাস্তা, পাঞ্চ করার গেট, টিকেটিং সিস্টেম, কিউআর কোড টিকিট সিস্টেম, স্টেশন কন্ট্রোল রুম, এয়ার কন্ডিশনিং সিস্টেম, ট্র্যাকশন সাব-সিস্টেম, ব্যাক-অ্যাপ কন্ট্রোল সিস্টেম, এসক্যালেটর, লিফট, সাইনেজ বোর্ড, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, এমার্জেন্সি টকব্যাক সিস্টেম, ব্লু লাইট সিস্টেম ইত্যাদি সমস্ত ব্যবস্থা চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি নিজে দেখে নিয়েছেন।