আসন্ন উৎসবের মরশুম। পূজার বাকি আর মাত্র কটাদিন। বিগত ছয় মাস পর সবচেয়ে বড়ো স্বস্তি দেশের করোনা সংক্রমণের গ্রাফে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের দৈনিক কোভিড সংক্রমণ থাকল ২০ হাজারের নীচেই। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৮ লক্ষ ৭১ হাজার ৮৮১। স্বস্তি দিয়ে কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৪৬ হাজার ৬৮৭ জন। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ছ’হাজারের বেশি। এদিকে দেশে একদিনে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ২৭৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪৯ হাজার ৫৩৮ জন।
সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৬৮৭ জন। যা গত ২০৯ দিনে সর্বনিম্ন। কোভিড রুখতে টিকাকরণকেই প্রধান অস্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট ৯২ কোটি ১৭ লক্ষেরও বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। এর মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় ৬০ লক্ষ নাগরিক। একইসঙ্গে কোভিড রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লক্ষ ৯ হাজার ৮২৫ জনের।