মহিলা না হয়েও পুরুষের একাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা!দীর্ঘ দুই বছর থেকে পুরুষ হয়েও মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন।পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা মাসে মাসে অনলাইনের তুলে যাচ্ছেন মাথাভাঙ্গা এক নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকার এক ব্যাক্তি। এই ঘটনা চাউর হতেই বিভিন্ন মহলে শোরগোল পড়ে গিয়েছে ।এই বিষয়ে ওই ব্যক্তি বলেন দুই বছর থেকে অনলাইনে টাকা লেনদেন করি। এক সপ্তাহ হল ইচ্ছে হয়েছে ব্যাংকের পাস বই আপডেট করার। আপডেট করার সময় জানতে পারি আমার ব্যাংকে একাউন্টে মাসে মাসে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে। তিনি বলেন এটা কি করে হলো আমি জানিনা। মাসে মাসে আমি টাকা তুলেছি অনলাইনে। দুই বছর থেকে সমস্ত টাকায় তুলে আমি খরচ করে ফেলেছি সেই টাকায় সংসার চালাচ্ছি। এখন কি করব জানিনা।এই বিষয়ে পচাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণী রায় জানান সদ্য উপ প্রধানের দায়িত্ব পেয়েছি এমন ঘটনা শুনেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি খোঁজ নিয়ে দেখব।
Related Posts
পরম্পরা মেনে রাজ আমলের কোচবিহারে বড় দেবীর ষষ্ঠী পূজো অনুষ্ঠিত হলো
রাজ আমলের কোচবিহারের বড় দেবীর ষষ্ঠী পূজো অনুষ্ঠিত হলো পরম্পরা মেনে। ষষ্ঠী পূজোর দিন সকাল থেকেই বড় দেবী মন্দিরে ভিড় জমায় ভক্তরা।কোচবিহারের মহারাজা নরনারায়ণের আমল থেকেই প্রায় ৫০০ বছরের পুরনো এই বড় দেবীর পূজো আজও হয়ে আসছে রাজ আমলের রীতিনীতি…
প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত দিনহাটায়
প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হলো দিনহাটায়। রবিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে এই পরীক্ষা।দিনহাটার তিনটি ভেনুতে প্রায় চার’শ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এই…
দিনহাটা থানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে লিখিত অভিযোগ দায়ের
দিনহাটা থানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে লিখিত অভিযোগ দায়ের যুব তৃণমূল কর্মীদের।উল্লেখ্য বিরোধী দলের দুই নেতৃত্বের ফোন নম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে দেওয়ার পরেই অনেকেই তাদের কাছে ফোন করেন ১০০ দিনের টাকার দাবি করে।টাকার দাবিতে…