পুরুষের একাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা

মহিলা না হয়েও পুরুষের একাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা!দীর্ঘ দুই বছর থেকে পুরুষ হয়েও মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন।পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা মাসে মাসে অনলাইনের তুলে যাচ্ছেন মাথাভাঙ্গা এক নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকার এক ব্যাক্তি। এই ঘটনা চাউর হতেই বিভিন্ন মহলে শোরগোল পড়ে গিয়েছে ।এই বিষয়ে ওই ব্যক্তি বলেন দুই বছর থেকে অনলাইনে টাকা লেনদেন করি। এক সপ্তাহ হল ইচ্ছে হয়েছে ব্যাংকের পাস বই আপডেট করার। আপডেট করার সময় জানতে পারি আমার ব্যাংকে একাউন্টে মাসে মাসে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে। তিনি বলেন এটা কি করে হলো আমি জানিনা। মাসে মাসে আমি টাকা তুলেছি অনলাইনে। দুই বছর থেকে সমস্ত টাকায় তুলে আমি খরচ করে ফেলেছি সেই টাকায় সংসার চালাচ্ছি। এখন কি করব জানিনা।এই বিষয়ে পচাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণী রায় জানান সদ্য উপ প্রধানের দায়িত্ব পেয়েছি এমন ঘটনা শুনেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি খোঁজ নিয়ে দেখব।