লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে

কলকাতার পর এবার ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে ৷ এমনটাই জানিয়েছে সনাতন সংস্কৃতি সংসদ। শিলিগুড়ির বিশ্ববাংলা শিল্পহাটের লাগোয়া কাওয়াখালী ময়দানে আয়োজন করা হবে মেগা গীতাপাঠ চক্রের। কার্তিক মহারাজ জানিয়েছেন, মানব জাতির জন্য উৎসর্গ এই বইয়ের ভাবনা যেমন নবজাগরণের কাজ করেছে। বাংলা তথা দেশের যে চারিত্রিক অবক্ষয় এবং মানবসম্পদের অবমূল্যায়ন হচ্ছে, একমাত্র গীতাই পারে বর্তমান পরিস্থিতি থেকে মানবজাতিকে রক্ষা করতে। সংসদের লক্ষ হল মানুষের মধ্যে গীতা চর্চাকে ছড়িয়ে দেওয়া। দেশের সবকটি মঠ ও মিশনের সঙ্গে কথা হয়েছে সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক। সর্বধর্ম সমন্বয়ের কর্মসূচি এটি ৷ আমন্ত্রণ জানানো হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষজনকেও।

যদিও সবেমাত্র কর্মসূচি তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে যে এবছর হয়তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে আমন্ত্রণ জানানো হতে পারে। পাশাপাশি, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে। আসার কথা রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মারও। মূল মঞ্চে যেখানে গীতা রাখা থাকবে সেখানেই বসবেন শঙ্করাচার্য ও পুরীর মন্দিরের দৈতাপতী। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিলিগুড়ির গীতাপাঠ চক্রে গীতার প্রথম, দ্বিতীয়, দ্বাদশ, পঞ্চদশ ও অষ্টাদশ অধ্যায় পাঠ করা হবে। ফলে সনাতনী ধর্ম থেকে শুরু করে সমস্ত ধর্মের মানুষজন এখানে এসে এই লক্ষ কণ্ঠে গীতা পাঠে অংশগ্রহণ করতে পারেন৷ আমন্ত্রণ জানানো হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষজনকেও। ২০২৩ সালের অনুষ্ঠানে, উত্তরের মানুষ এবং ভক্তবৃন্দ উপস্থিত থাকতে তাঁদের আবেদনে সাড়া দিয়ে এই বছরের অনুষ্ঠানটি শিলিগুড়িতে আয়োজন করা হচ্ছে।