আসানসোলে পদপৃষ্ট হওয়ার ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এই ঘটনার পর থেকে এখনো তাকে কোনরকম সমবেদনা জানাতে দেখা যায়নি। এটা চরম লজ্জার বিষয়। মালদায় তৃণমূলের কর্মী সভায় যোগ দিতে এসে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের প্রধান বক্তা কুনাল ঘোষ।
বুধবার দুপুরে হরিশ্চন্দ্রপুরে কর্মীসভায় যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় রাজ্য তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, আসানসোলে বিজেপির কম্বলবিলি অনুষ্ঠানে পদপৃষ্ঠের ঘটনা ঘটলো। মৃত এবং আহত হয়েছে অনেকে। তারপর থেকে আর শুভেন্দু অধিকারীর দেখা নেই। তিনি এখন দিল্লিতে অমিত শাহের পা চেটে বেড়াচ্ছেন। কিন্তু যেখানে ঘটনাটি ঘটলো সেই মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করার সামান্য সৌজন্য বোধটুকু দেখায়নি উনি। এর থেকে লজ্জা কি হতে পারে। তবে আমাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই ঘটনা দুঃখ প্রকাশ করেছেন। আর যাদের জন্য এই ঘটনাটি ঘটলো তারা নিরুত্তাপ।
এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কর্মসূচির প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, যেভাবে নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং সেনাপতি অভিষেক ব্যানার্জীর সহযোগিতায় রাজ্যের উন্নয়নের জোয়ার বইছে, তাতে সাধারণ মানুষ সমস্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন। এর থেকে আর বড় কি হতে পারে। সুতরাং বিজেপি যতই কলা কৌশল করে জনগণের ভোট নেওয়ার চেষ্টাই করুক না কেন।তা কোনদিনই সফল হবে না।মানুষ উন্নয়ন চাইছে। যা আমাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী করে দেখিয়েছেন।