কত হওয়া উচিত সদস্য সংখ্যা জানালেন কেষ্ট

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গত মাসেই জেল থেকে ফিরেছেন।

তারপর ফের স্বমহিমায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কোর কমিটি নিয়ে এবার বিস্ফোরক অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। সম্প্রতি বিস্ফোরক দাবি করে অনুব্রত বলেন, ‘আগে এই কোর কমিটিতে ১১ জন সদস্য ছিলেন। এখন কোর কমিটি বোলপুরকেন্দ্রিক হয়ে গিয়েছে। সদস্য সংখ্যা ১৫ হওয়া উচিত’।

প্রসঙ্গত, অনুব্রত জেলে যাওয়ার পর বীরভূমে তৃণমূলের এক কোর কমিটি গড়ে দিয়েছিলেন মমতা। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষকে নিয়ে গঠিত হয় সেই কমিটি।