রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার রেল লোকাল ট্রেনেও প্রথম শ্রেণীর কামরা অন্তর্ভুক্ত করতে চাইছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেল শিয়ালদা ডিভিশনে মুম্বাই শহরতলির ট্রেনের ধাঁচে লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কামরা চালু করতে চায়।
তবে পরীক্ষামূলকভাবে আপাতত এই ব্যবস্থা চালু করা হবে মহিলাদের জন্য নির্দিষ্ট মাতৃভূমি লোকালে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম সোমবার জানিয়েছেন, পুজোর আগেই একটি মাতৃভূমি লোকালের দুটি কামরাকে রূপান্তরিত করা হবে প্রথম শ্রেণীতে।
একদিনের এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় ট্রেনের তিনটি কোচে। রেল সূত্রের খবর, লোকাল ট্রেনের প্রথম শ্রেণীর কামরার আসন হবে গদির। অর্থাৎ গদির নরম আসনে বসতে পারবেন যাত্রীরা। এছাড়াও অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে এই ধরনের কামরার।