রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
এবার রেশন কার্ড নিয়ে কড়া অবস্থানে রাজ্য সরকার! এ রাজ্যে বেশ কয়েকটি ভাগের রেশন কার্ড দেওয়া হয়, যথাক্রমে RKSY, SPHH, PHH ও AAY। আবার RKSY এর মধ্যেও দুটি ভাগ রয়েছে একটি RKSY I ও অন্যটি RKSY II। এবার থেকে রেশন কার্ডধারীদের কাছে পৌঁছে যাবে বরাদ্দ খাদ্যশস্যের তালিকা।
অর্থাৎ প্ৰতি মাসে মোবাইলেই চলে আসবে রেশনে প্রাপ্য চাল ডাল সহ অন্যান্য সামগ্রীর তালিকা। সরাসরি মোবাইলে মেসেজ পাঠানো হবে। এতে গ্রাহকদের ঠকে যাওয়ার বিষয় আর ঘটবে না। ফলে লাভবান হবেন লক্ষ লক্ষ রেশনকার্ড হোল্ডারদের। তবে এই সুবিধা পাওয়ার জন্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকাটা অতন্ত্য জরুরী।