জেলেই থাকতে হচ্ছে কালীঘাটের কাকুকে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র।

ইডির করা মামলায় জামিন পেলেন সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকু। এদিন কলকাতা হাই কোর্টে কাকুর জামিন মঞ্জুর হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ অভিযুক্তর জামিন মঞ্জুর করেছেন। তবে বেঁধে দেওয়া হয়েছে একাধিক শর্ত। মামলার সঙ্গে যুক্ত কোনও তথ্য ও প্রমাণ নষ্ট করতে পারবেন না তিনি।

কোনোভাবেই মামলায় সাথে যুক্ত সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। নিজের পাসপোর্ট জমা রাখতে হবে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া রাজ্যের, এমনকি নিম্ন আদালতের এলাকার বাইরেও তিনি যেতে পারবেন না। যদিও আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই-মামলায় হেফাজতে থাকায় এখনই জেল থেকে মুক্ত হতে পারবেন না সুজয়কৃষ্ণ।