মন্ত্রিত্ব পদ থেকে সরানো হল জ্যোতিপ্রিয়কে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের বনমন্ত্রী এবং শিল্পোদ্যোগ মন্ত্রীর পদ থেকে সরানো হল জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে।

রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের বদলে এখন থেকে ওই দুই দফতরের দায়িত্বে থাকবেন বিরবাহা হাঁসদা এবং পার্থ ভৌমিক। বেশ কিছুদিন ধরেই জ্যোতিপ্ৰিয়কে নিয়ে জল্পনা চলছিল। সরকারিভাবে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

জ্যোতিপ্ৰিয়কে মন্ত্রির পদ থেকে সরানো হল ঠিকই, তবে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে তার ব্যতিক্রম থেকেই গেল। সালটা ২০২২, জুলাই মাসে শিক্ষা দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।