বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে জেল হেফাজতে।
মন্ত্রীর গ্রেফতারির পর থেকে একের পর এক ভুয়ো কোম্পানির হদিস খুঁজে পান তদন্তকারীরা। শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড এই ৩টি সংস্থা রীতিমতো শোরগোল যায়।
ইডি সূত্রে অভিযোগ, খাদ্য দুর্নীতির কালো টাকা সাদা করতেই, এই ৩ ভুয়ো সংস্থা খোলা হয়েছিল। এরই মধ্যে আদালতে জ্যোতিপ্ৰিয়র স্ত্রী-মেয়ের মুখোমুখি জেরায় ও তাদের বয়ান সামনে রেখে প্রশ্ন করা হলে ওই কোম্পানির কথা স্বীকার করে নিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।