বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে খাদ্য বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায়ের পর যুক্ত হল জ্যোতিপ্রিয় মল্লিকের নাম।
বোলপুরে সন্ধান পাওয়া গেল জ্যোতিপ্রিয় মল্লিকের একটি বিলাসবহুল বাড়ী, নাম দোতারা। বাড়িটি জ্যোতিপ্রিয় দেড় কোটি টাকা দিয়ে কিনেছিলেন। ২০১৭ সালে বাড়িটি প্রাক্তন খাদ্যমন্ত্রী দেড় কোটি টাকার বিনিময় কিনেছিলেন। এরপর এই বাড়ির পিছনে ব্যয় করা হয়েছে প্রায় ৮৫ লক্ষ টাকা।
বাড়িটির বর্তমান আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রেশন দুর্নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে। এই মামলায় সম্প্রতি ইডি গ্রেপ্তার করে বাকিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে।