কিসামত দশগ্রামের বর্ষীয়ান দুই ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল।সোমবার দুপুরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে তার বাসভবনে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।একদা উদয়ন গুহর ছায়াসঙ্গী হয়ে কাজ করতেন ফরওয়ার্ড ব্লকের এই বর্ষীয়ান দুই নেতৃত্ব কিন্তু উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসে চলে যাওয়ার পর তারা দল ছেড়ে আসেননি,তবে এইদিন তৃণমূলের যোগদান দেওয়ার পর তারা দুজনে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের দিকে নজর রেখে আজ উদয়ন গুহের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।কিশামত দশগ্রামের অনন্ত বর্মন এবং অক্ষয় সরকার দুজনেই ফরোয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগদান করে বলেন মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের এখন মূল লক্ষ্য হবে।অপরদিকে মন্ত্রী উদয়ন গুহ পুরনো সঙ্গীদের কাছে পেয়ে খুশি প্রকাশ করেন
Related Posts
দিনহাটা থানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে লিখিত অভিযোগ দায়ের
দিনহাটা থানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে লিখিত অভিযোগ দায়ের যুব তৃণমূল কর্মীদের।উল্লেখ্য বিরোধী দলের দুই নেতৃত্বের ফোন নম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে দেওয়ার পরেই অনেকেই তাদের কাছে ফোন করেন ১০০ দিনের টাকার দাবি করে।টাকার দাবিতে…
মুক্তি পেল বেলতলা ইউনিট এর হীরক জয়ন্তী বর্ষের থিম সং
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:মুক্তি পেল কোচবিহার বেলতলা ইউনিটের হীরক জয়ন্তী বর্ষের থিম সং ‘রং তুলিতে মাটির ঘরে মা’ গানটি গেয়েছেন সঙ্গীত-শিল্পী বিক্রম শীল ও সুবর্ণা রায়। গানটির কথা ও সুর বিক্রম শীলের। এর আগেও বিক্রমের করা বেশ কিছু থিম সং জনমানসে…
দিনহাটা দিবস পালনের দাবি উঠলো দিনহাটায়
পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগম, সেই সময় দিনহাটা দিবস পালনের দাবি উঠলো দিনহাটায়।কোচবিহার হেরিটেজ সোসাইটি দিনহাটা শাখার তরফ থেকে দিনহাটা দিবস পালনের দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কাছে দাবিপত্র দেওয়া হয়। এই দাবিপত্র প্রদান করার সময়…