আদালতের বিচারের জন্য অপেক্ষায় চাকরি প্রার্থী

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতেই রাজ্যের চারদিকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। জেলে রয়েছেন নেতা-মন্ত্রীরা। তারই মধ্যে মাসের পর মাস রাজ্যে চাকরির দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছেন শ’য়ে শ’য়ে চাকরিপ্রার্থী। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সদ্য গ্রেফতার হয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ।

উঠে আসছে নিত্যনতুন চাঞ্চল্যকর তথ্য। এদিন একদল চাকরিপ্রার্থী সল্টলেকে এসএসসি’র সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদের সংখ্যা আপডেট করে নিয়োগ করতে হবে যোগ্য প্রার্থীদের। যথারীতি পুলিশ তাঁদের জোর করে তুলে দেয় প্রিজন ভ্যানে। এছাড়া বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে পুলিশ ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এমনকী পুলিশের লাঠির ঘায়ে একাধিক চাকরিপ্রার্থীর শরীরে কালশিটে পড়ে গিয়েছে। আহত একাধিক চাকরিপ্রার্থীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শাসক দলের একশ্রেণির নেতারা যখন কোটি কোটি টাকা বেআইনিভাবে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠছে, তখন যোগ্য চাকরিপ্রার্থীরা আর কতদিন রাস্তায় বসে কষ্ট করবেন? কতদিন তাঁরা পুলিশি জুলুম সহ্য করবেন? এই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। তবে একটাই আশার আলো আদালত। আদালতই সবাইকে বিচার পাইয়ে দেবে, এই বিশ্বাস রয়েছে চাকরিপ্রার্থীদের। তাই এখন সে দিকেই তাকিয়ে সবাই।